খায়রুল ইসলাম (হোসেনপুর) কিশোরগঞ্জঃ
‘তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।
সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. উসমান গণি,পুলিশ পরির্দশক তদন্ত লিমন বোস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক প্রমূখ।