খায়রুল ইসলাম, (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দ) মোঃ নজরুল ইসলাম।
এ সময় দৈনিক মানবজমিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন একেএম মোহাম্মদ আলী, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সঞ্জিত চন্দ্র শীল, মোহনা টিভি প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মো. এনায়েত কবীর, ক্ষেত্র সহকারী ইসহাক মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস জানায়, ৫৬৬৮ টি পুকুরে প্রতি বছর ৩৩৮৩.৬১ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। সপ্তাহব্যাপী মাইকিং, ব্যানার এবং ফেষ্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, পোনা মাছ অবমুক্ত করণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ, মূল্যায়ন ও পুরস্কার বিতরণের কথা রয়েছে ।