হোসেনপুরে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‌্যালী

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে  উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও ‍উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে   বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা মৎস্য অফিসার সারোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার  মো: হামিম রানা, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার দাস, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় উদ্যোগ, মাছের নিরাপদ আশ্রয়স্থল গড়ে তোলার পাশাপাশি মৎস্যখাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

Share.