খাইরুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) এসব অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ।
সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সমবায়ে গড়েছি দেশ, স্মাট হবে বাংলাদেশ ” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার( ভূমি) নাশিতা-তুল ইসলাম।
উপজেলা সমবায় বিভাগের সহকারী পরিদর্শক ফারজানা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারণ সম্পাদক এম হালিম, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক সুজিত কুমার পাল, সমবায়ী সদস্য আছমা আক্তার প্রমুখ।