কিশোরগঞ্জের হোসেনপুরে দামোদর মাস উপলক্ষে বৈষ্ণব সেবা ও শতাধিক অসহায় নারী-পুরুষ মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে শ্রীশ্রী ভারত ব্রহ্মচারী বাবার আশ্রমে বস্ত্র বিতরণ ও বৈষ্ণব সেবা অনুষ্ঠানের আয়োজন করে গোবিন্দপুর সনাতন পরিষদ।
কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও শ্রীশ্রী ভারত ব্রহ্মচারী বাবার আশ্রমের কার্যকরী কমিটির সভাপতি মানিক রঞ্জন দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ট্রাস্টি ও কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব রিপন রায় লিপু, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দাস, শ্রীশ্রী ভারত ব্রহ্মচারী বাবার আশ্রমের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, গোবিন্দপুর সনাতন পরিষদের সদস্য জয়ন্ত পোদ্দার (সংকর), মানিক বিশ্বাস, মৃনাল বিশ্বাস, মাধব বিশ্বাস, পবিত্র বিশ্বাস দীপক বিশ্বাস, সুমন বিশ্বাস ও রনি পোদ্দার প্রমুখ ।