হোসেনপুরে নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্ত করণ বিশেষ ভায়া ক্যাম্প

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের মিঠামইনে শুভাগমন উপলক্ষে হোসেনপুর উপজেলার বিবাহিত নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া কমিউনিটি ক্লিনিকে বিশেষ ভায়া ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ।

৩০-৬০ বছর বয়সী নারী অথবা যে সব নারীদের বিয়ের বয়স ১০ বছরের উপরে হয়েছে, এমন নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ করা হয়ে থাকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ধনকুড়া কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক ও স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবির। দিনব্যাপী বিশেষ ভায়া ক্যাম্পে ৫০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়।

Share.