স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রমি আক্তার (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (০১ মার্চ) দুপুরে উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রমি আক্তার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় প্রমি।
পরে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটির ভাসমান নিথর দেহ উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											