খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১০০ জন দুস্থ নারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফামের্সী বিভাগ চত্ত্বরে খাদ্য সামগ্রী করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-সয়াবিন তেল আধা লিটার, এক কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, আধা কেজি মসুর ডাল এবং একটি সেমাই প্যাকেট।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. আখরুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক জামাল উদ্দিন মৃধাসহ কর্মচারীরাবৃন্দ উপস্থিত ছিলেন।