খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্ব শক্রতার জেরে মৎস্য খামারের মাছ নিধনের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ মাধখলা গ্রামের মৃত হাসেন আলীর পুত্র মো. গোলাপ মিয়া নিজস্ব অর্থায়নে ৮ বছর যাবৎ ১ একর ১০ শতক জমিতে মৎস্য খামার তৈরি করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পূর্ব শক্রতার জেরে দূর্বৃত্তরা পানিতে অবকৌশল ব্যবহার করে প্রায় ১১০০ কেজি মাছ নিধন করে। রোববার সকালে মৎস্য খামারে শত শত মাছ পানির উপর ভাসতে দেখে খামারের মালিক গোলাপ মিয়া কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি দাবি করেন এতে তার ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোলাপ মিয়া বলেন, যারা আমার মৎস্য খামারের বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে আমি তাদের উপযুক্ত বিচার ও শাস্তি দাবি করছি।
জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।