খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মে) উপজেলা পরিষদ হলরুম প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পল্লী সঞ্চয় ব্যাংক, বর্তমানে (আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির কার্যক্রম বৃদ্ধির জন্য ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ নিয়ে অন লাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ৫টি গ্রুপ ভিত্তিক আলোচনায় হয়। কর্মশালায় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											