খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৭৮৪৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অন লাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। ২০২১-২২ অর্থ বছরে রবি/২০২১-২২ মৌসুমে গম,ভুূট্রা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী ও বোরো উৎপাদন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রণোদনা কর্মসূচীভূক্ত আওতায় উপজেলায় ৭৮৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.ইমরুল কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন-কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।