হোসেনপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সফ্ট স্কিলস্ প্রশিক্ষণ উদ্বোধন

0

খায়রুল ইসলাম, (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী সফ্ট স্কিলস্ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের আয়োজন করে হোসেনপুর উপজেলা সমাজসেবা কার্যালয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে সফ্ট স্কিলস্ প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এহছানুল হক। এছাড়া সমাজসেবা অধিদপ্তর, ঢাকা হতে অনলাইনের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সহকারী প্রকল্প পরিচালক জনাব হারুনুর রশীদ।

উক্ত প্রশিক্ষণে কামার, বাঁশ-বেত প্রস্তুুতকারক, জুতা প্রস্তুুত ও মেরামতকারী বিভিন্ন শ্রেণী পেশার মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

Share.