খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে গরীব, দুস্থ, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা :তানভীর হাসান জিকো, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান টিটু , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা রুনু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।