খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের ঐতিহাসিক কুড়িঘাট বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া ,সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মঞ্জরুল হক, শহীদ পরিবারের সদস্য সন্তোষ চন্দ্র মোদক, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষক লীগ সভাপতি মো. আক্তার হোসেন দুলাল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্রে জানা যায়, ১৯৭১সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনী কর্তৃক কুড়িঘাট সহ কয়েকটি স্থানে প্রায় ১৪৬জন নারী পুরুষকে নির্মমভাবে গণহত্যা করা হয়। ৫০ বছর পর গণহত্যার সাক্ষী হিসেবে কুড়িঘাট বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্যোগ নেন হোসেনপুর উপজেলা প্রশাসন। ৭০ লাখ টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে কিশোরগঞ্জ জেলা গণপূর্ত বিভাগ।সূত্রে জানা যায় ১৯৭১সালের মহান স্বাধীনতা যুদ্দের সময় পাকবাহিনী কর্তৃক কুড়িঘাট সহ কয়েকটি স্থানে প্রায় ১৪৬জন নারী পুরুষকে নির্মমভাবে গণহত্যা করা হয়।
৫০ বছর পর গণহত্যার সাক্ষী হিসেবে কুড়িঘাট বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্যোগ নেন উপজেলা প্রশাসন। ৭০ লাখ টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে কিশোরগঞ্জ জেলা গণপূর্ত বিভাগ।