প্রতিনিধি হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বাল্য বিবাহ বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া পারভেজ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আব্বুকর সরকার, পৌর আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, পৌ ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। পেশকারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মন। রোববার রাতে হোসেনপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের নগর আড়াইবাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যায়, পৌর এলাকার নগর আড়াইবাড়িয়া গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র হেদায়েতের অপ্রাপ্ত বয়স্ক কন্যার সাথে একই গ্রামের নূর ইসলামের পুত্র সাকিব (১৬) এর সাথে করোনা ও লকডাউনের মধ্যে বাল্য বিবাহের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং বরের পিতা নূর ইসলামকে ৫ হাজার জরিমানা করেন।