হোসেনপুরে বিশ্বকাপ ফুটবল খেলার দ্বন্দ্বে যুবক নিহত

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে গেল বিশ্বকাপ ফুটবল খেলা দেখা দ্বন্দ্বের জেরে রাতুল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। সে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের হাজী বাড়ির মৃত রফিকুল ইসলামের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ ফ্রেরুয়ারি রোববার রাতে রাতুল মিয়া তার বন্ধুদের নিয়ে উপজেলার সাহেবেরচর গ্রামের শুলু শাহার মাজারে মেলা দেখতে যায়। বিগত বিশ্বকাপ আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যে বড় পর্দায় খেলা দেখার দ্বন্দ্বের জেরে একই গ্রামের আজিজ মিয়ার পুত্র বকুল, খোকন মিয়ার পুত্র মুন্না ও কবির হোসেনের পুত্র তালিবসহ রাতুল মিয়ার সাথে ঝগড়ায় লিপ্ত হয়।

এক পর্যায়ে দুর্বৃত্তরা রাতুল মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ৭ ফ্রেরুয়ারি (মঙ্গলবার) সকালে অবস্থার অবনতি হলে রাতুলকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা বিলকিছ আক্তার বাড়ির উঠানে অজ্ঞান হয়ে পড়েন।

নিহত রাতুলের মা বিলকিছ আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, আমার পুত্র বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ঘাতকরা আমার ছেলেকে মেরে ফেলল। এঘটনায় ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজনেরা প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা ও অগ্নি সংযোগের চেষ্টা চালায়।

স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান কাঞ্চন জানান, এতিম রাতুলকে যারা খুন করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে সাহেবেরচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share.