খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুরের আনাছে কানাছে ব্যাপক সাড়া জাগিয়েছে পারিবারিক পুষ্টি বাগান। স্থানীয় ভাবে পরিবারের পুষ্টির যোগান দিচ্ছে এসব বাগানের টাটকা সবজি। অনাবাদি পতিত জমি বসত বাড়ির আঙ্গিনায় ও খোলা জায়গায় কৃষকরা স্বাচ্ছন্দে পুষ্টি বাগান করছে।
পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের জগদল ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার সুদাসিল হায়দার আলমগীর জানান, উপজেলার ১২ টি পারিবারিক পুষ্টি বাগান সার্বক্ষনিক তদারকি করা হয়।
উপজেলা ডাহরা গ্রামের কৃষক আব্দুল মালেক জানান,তার বসত বাড়িতে সবজি চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” সে মোতাবেক আমরা পারিবারিক সবজি ও পুষ্টির চাহিদা মেটাতে কৃষকদের বসত বাড়ির আঙিনায় অনাবাদি ও পতিত জমিতে প্রকল্পের সহযোগিতায় ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবজি চাষের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।