স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে দুই তেল তৈরীর কারখানায় র্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে র্যাবের ভেজাল বিরোধী অভিযানের দুইটি কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আবু বকর সকরকার।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জের ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ড বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে হোসেনপুর বাজার এলাকায় পিয়ার হোসেন অয়েল মিল ও ইব্রাহিম অয়েল মিল নামক ০২টি প্রতিষ্ঠানে ভেজাল সরিষার তেল তৈরী করে অনেকদিন যাবত ব্যবসা করে আসছে। এরই সত্যতা যাচাইয়ে র্যাবের একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আবুবকর সরকার এর সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
অভিযানের সময় ভেজাল সরিষার তেল উৎপাদন এবং এর সাথে পামওয়েল মিশ্রণ, সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে পিয়ার হোসেন অয়েল মিলকে বিশ হাজার টাকা ও মোঃ ইব্রাহিম অয়েল মিলকে পঁচিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।