খায়রুল ইসলাম, হোসেনপুর, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে ৫টি ক্লাবের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের অফিসে এসব ফুটবল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
ক্লাবগুলো হলো-উপজেলার চর জামাইল নরসুন্দা স্পোটিং ক্লাব, ধনকুড়া-ধূলজুরী স্পোটিং ক্লাব, বীর পাইকশা স্পোটিং ক্লাব, পশ্চিম দ্বীপেশ্বর একতা স্পোটিং ক্লাব ও চৌদার স্পোটিং ক্লাব।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক মকবুল হোসেন, যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম আসাদ, আমিনুল ইসলাম চুন্নু, সদস্য সচিব কামরুজ্জামান লিটন, সদস্য আজহার, সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়নসহ অন্যান্য সদস্যরা ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।