প্রতিনিধি হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মুখে মাস্ক না থাকায় ১১ পথচারীকে ১ হাজার ৪ শত ৫০ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে হোসেনপুর পৌরসদর বাজারের হাসপাতাল মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মনসহ হোসেনপুর থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার বিকেলে হোসেনপুর পৌরসদর বাজারের হাসপাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মুখে মাস্ক না থাকায় ১১ পথচারীকে ১ হাজার ৪ শত ৫০ টাকা অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক বিনামূল্যে বিতরণ ও সাধারণ লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ জানান, সরকারী নির্দেশনা মোতাবেক মুখে মাস্ক না থাকায় ১১ পথচারীকে ১ হাজার ৪ শত ৫০ টাকা অর্থদন্ড করা হয়েছে। নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।