হোসেনপুর প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল ব্রিজ এলাকায় লকডাউনের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে লকডাউন থাকায় পায়ে হেঁটে পূণার্থীরা ছুটে যান স্নান ঘাটে। কোনো ধরণের আনুষ্ঠিকতা ছাড়াই যার যার ইচ্ছামত ঢিলেঢালা ভাবে স্নানোৎসব সম্পন্ন করে। ভোর থেকে স্নান ঘাটে পূর্ণাথীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পূর্ণাথীদের সংখ্যা কমে আসে।
ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসবে। ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান ও প্রসাদ বিতরণ করা হয়।