হোসেনপুরে শিশুদের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ  

0

 খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে শিশুদের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সদস্যরা উপজেলার বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ করা ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে গাছের চারা বিতরণ করেছে।

বৃহস্পতিবার বিকালে  হোসেনপুর বাজারের প্রশিকা অফিসের রাস্তায় ও ব্রম্মপুত্র নদের তীরবর্তী স্থানে বিভিন্ন প্রকারের গাছ রোপণ করে তারা৷ সড়কের পাশে মেহগনি,নিম,জলপাই, আম,পেয়ারা,কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করে সংগঠনের সদস্যরা।

বৃক্ষরোপণ উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের সভাপতি মাহমুদুল হক রিয়াদ  জানান,একটি দেশের আয়তন এবং জনসংখ্যা অনুসারে ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের দেশে সরকারি হিসেবে এর পরিমাণ সাড়ে ১৭ শতাংশ যা বেসরকারি হিসেবে ১০ শতাংশেরও কম ৷ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পরিবেশ। দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।এছাড়াও ব্যাপকহারে আমরা বৃক্ষ নিধন করছি৷ এতে আমাদের বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কমে কার্বনডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তাছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ঠেকাতে আমাদেরকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক শরফুদ্দীন আলম ভান্ডারী জানান,বেঁচে থাকার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম ৷ আমরা প্রতিবছরেই বৃক্ষরোপণ কর্মসূচি করে আসছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

শিশুদের হাসি ফাউন্ডেশন মূলত স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক কার্যক্রমে সারা উপজেলাজুড়ে তারা ব্যাপক সুনাম কুড়িয়েছে।

এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েস বলেন,আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি বৃক্ষরোপণ করা৷ সরকার এ ব্যাপারে অনেক কর্মসূচি হাতে নিয়েছে৷ শিশুদের হাসি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ আমি ফেসবুকে দেখেছি। তাদের সকল কাজ দেশ সমাজের জন্য অনন্য ভূমিকা রাখছে।

Share.