হোসেনপুরে সরকারি রাস্তা কেটে ফেলায় জনদুর্ভোগ, এলাকাবাসীর মানববন্ধন

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদী এলাকায় সরকারি রাস্তা কেটে ফেলায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় লোকজন।

জানা গেছে, উপজেলার ৬নং পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামের জাবারিয়া হাজী বাড়ী হতে শহর উল¬ার বাড়ী পর্যন্ত সরকারি ব্রিক সলিং রাস্তা উন্নয়নে এলজিইডি থেকে বরাদ্দ দেওয়া হয়। রাস্তাটি সিএস দাগ নং-২০১৭ পুমদী মৌজায় ১নং খতিয়ানভূক্ত সরকারী হালটে রয়েছে। গত ২০২০ সালের ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদের ইজিপি প্রকল্পের আওতায় রাস্তার উন্নয়নের কাজ করা হয়।

২০২১ সালের জুলাই মাসে রাস্তায় ব্রিক সলিং এর কাজ শুরু হয়। এক পর্যায়ে একই এলাকার মৃত জুবেদ আলীর ছেলে সোহরাব উদ্দিন ও মৃত আফির উদ্দিনের স্ত্রী মোছা. নাহার নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাস্তা কেটে কাজ বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার সলিং এর কাজ সম্পন্ন হয়।

চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি সোহরাব উদ্দিন, নাহার ও নাহারের মেয়ের জামাই মহিউদ্দিন খোকনসহ তার লোকজন আবার নতুন করে রাস্তা কেটে ফেলে ব্রিক সলিং তুলে নেয় এবং ভেকু মেশিন (মাটির কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে গর্ত করে ফেলে। ফলে ওই রাস্তা দিয়ে জন সাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ইয়াহিয়া জানান, আমাদের রাস্তা পুনরায় কেটে ফেলায় জনগন চলাচল করতে পারছেন না। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন জানান, জনগনের চলাচলের সুবিধার্থে রাস্তাটি আগে ছিলো, এখনো থাকবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, রাস্তা কাটার লিখিত অভিযোগ পেয়েছি। রাস্তা উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে সরকারি রাস্তা কাটার প্রতিবাদে স্থানীয় লোকজন মানববন্ধন পালন করেছেন। মানববন্ধন থেকে প্রশাসনের কাছে রাস্তা উদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Share.