পিতৃ হারা সুবর্ণার বিয়ের জন্য মাত্র ১০ হাজার আকৃতি জানিয়েছেন বুদ্ধি প্রতিবন্ধী মা হাদিসা খাতুন। কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী গ্রামের মৃত বাক প্রতিবন্ধী ইন্নছ আলীর একমাত্র কন্যা সুর্বণা আক্তার সুজনী।
আগামী শুক্রবার (২১ অক্টোবর) সুর্বণার বিয়ের দিন ধার্য করা হয়েছে। সুর্বণার পিতা দুই বছর পূর্বে মারা যান। মা একজন বুদ্ধি প্রতিবন্ধী সহায় সম্বল বলতে কিছুই নেই তাদের। ফফুর বাড়িতে দীর্ঘ ১৮ বছর যাবৎ সুর্বণার বসবাস করে আসছে।
অন্যের দান দক্ষিনা ও ভিক্ষাবৃত্তি কোনো মতে দিনাতিপাত করছে। এই হত দরিদ্র দুই সদস্যের পরিবারটি। শুক্রবার দিন বিয়ের পিঁরিতে বসতে যাচ্ছে সর্বণা।
বিয়ের দিনটা সকলেই উপভোগ করে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে। কিন্তু সুর্বনার পরিবারে আর্থিক দৈন্যদশার জন্য এই বিয়েতে নেই কোনো হাকডাক। নিরুপায় হয়ে সমাজের সচেতন ও বিত্তবান লোকজনের নিকট বিয়েতে সহযোগিতার আকুতি জানিয়েছেন বুদ্ধি প্রতিবন্ধী মা হাদিস খাতুন।
হোসেনপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, বলেন হত দরিদ্র সুর্বণার বিয়েতে আমি ব্যক্তিগত ভাবে সহায়তা করছি।