খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক স্কুলে সর্ব্বোচ শিক্ষক উপস্থিতি ও স্টুডেন্ট অব দ্যা ইয়ার শুভেচ্ছা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শুভেচ্ছা জ্ঞাপন সভা অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. শাহজাহান কবীর ভূইয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইমান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীনসহ শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											