খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর আড়াইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার দিনব্যাপী ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন। মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
আড়াইবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসান জিকো, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন ফরিদ, আড়াইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মৃধা চাঁন মিয়া, সাধারণ সম্পাদক মো. রেনু মিয়া, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: গোলাপ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাসুদুল ইসলাম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুল হাসান সোজাদ, সাধারণ সম্পাদক মো. শহীদ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মোখলেছুর রহমান মোখলেছ ও আড়াইবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোররম জাহান মোরাদসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।