খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রাক্টর ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিকশাভ্যান চালক আবুল বাশার (৫০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত রিকশাভ্যান চালক বাদশা মিয়া (৪৫) উপজেলার নারায়নডহর এলাকার কিতাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে ট্রাক্টর ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাভ্যান চালক বাদশা মিয়া গুরুতর আহত হন। এ ছাড়াও শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির স্থাপিত নাম ফলকও ক্ষতিগ্রস্ত হয়। পরে ফয়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত রিকশাভ্যান চালক বাদশা মিয়াকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আবদুল কাইয়ুম খোকন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ উজ্জ্বল প্রমুখ। আহত রিকশাভ্যান চালক বাদশা মিয়াকে চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও অনিন্দ্য মন্ডল ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।