খায়রুল ইসলাম (হোসেনপুর) কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দূঘটনায় মোটরসাইকেল আরোহী বদরুল আমিন (৪৩) গুরুতর আহত হয়েছে।সে হোসেনপুর পৌর এলাকার ধূলজুরী গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র।
জানা যায়, ঈদুল আযহার দিন (২৯ জুন) বিকালে বাড়ি থেকে গাজীপুর যাওয়ার পথে কাপাসিয়ার টোক এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বদরুল আমিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া সদর হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হোসেনপুর পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক সড়ক দূঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											