খায়রুল ইসলাম, (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আদু মাষ্টার বাজার এলাকা থেকে ছিনতাইকৃত পিকআপ গাড়ীটি ১২ ঘন্টা পর উদ্ধার করলো পুলিশ।
পুলিশ জানায়, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফুলতুলী গ্রামের আলম মিয়ার পুত্র আলামিন পিকআপ ভর্তি মালামাল নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর বাজারে পৌঁছার উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার ভোর রাতে কিশোরগঞ্জ হোসেনপুর মহা সড়কের আদুমাষ্টার বাজার এলাকায় পৌঁছলে রাস্তায় কলা গাছ ফেলে পিকআপ গাড়ীর গতিরোধ করে অজ্ঞাতনামা দস্যু।
দস্যুরা গাড়ীর ড্রাইভার আলামিনসহ ৩ জন সহযোগীকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, মালামাল ও গাড়ীটি (ঢাকা মেট্রো-ন-২১-১৬২১) ছিনতাই করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ড্রাইভার আলামিন হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করলে পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনের নেতৃত্বে লুন্ঠিত মালামাল ও গাড়ী উদ্ধারের অভিযানে নামে। পরে গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা থেকে ১২ ঘন্টা পর গাড়ীটি উদ্ধার করে পুলিশ।
এঘটনায় হোসেনপুর উপজেলার বর্শিকুড়া গ্রামের হযরত আলীকে আটক করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।