স্টাফ রিপোর্টারঃ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব ও ঈদুল ফিতরকে সামনে রেখে ২০০ জন অসহায়দের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) দুপুরে হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণের আয়োজন করে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদ।
ঈদ উপহার হিসেবে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি ও সেমাই।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, মো. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম অহিদুল্লাহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদের সভাপতি হাকিম তানিম ও সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া প্রমুখসহ অন্যান্যরা।