খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।
পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হালিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা কৃষক লীগ সভাপতি মো.আক্তার হোসেন দুলাল, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো. আজহারুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মোখলেছুর রহমান মোখলেছ প্রমুখ।
সভায় বক্তারা ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলায় তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও গ্রেনেড হামলায় মারাত্মক আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।