হোসেনপুরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

0
খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
হোসেনপুর (কিশোরগঞ্জ)  প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নিবন্ধনহীন ২টি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগ বন্ধ করে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার  উপজেলা সদরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সিলগালা করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টার ২টি হলো-হোসেনপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও হোসেনপুর ডায়াবেটিস সেন্টার। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন-জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধিসহ জেলা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার  বিকালে  স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে হোসেনপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নিবন্ধন না থাকায় হোসেনপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও হোসেনপুর ডায়াবেটিস সেন্টারের প্যাথলজি বিভাগ বন্ধ করে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। এই ২টি সেন্টার অনুমোদন বা নিবন্ধন না করা পর্যন্ত তাদের প্যাথলজি বন্ধ রাখবে। তবে সেন্টার দুইটিতে যেসকল ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করেন তারা নিয়মিত রোগী দেখতে পারবেন। এ ছাড়াও সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের হয়রানি করায় রেহেনা ডায়াগনস্টিক সেন্টারসহ অন্যান্যদের সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
Share.