স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকালে এই দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খায়রুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. সবুজ বিপ্লব, প্রশিক্ষক ইফ্ফাত জাহান ইভা প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ কাচারী মসজিদের সহকারী ইমাম মাওলানা মো. ইকরাম হোসেন।