খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার প্রধান সড়কে প্রতিদিন বাতাসে উড়ছে খোলা সিমেন্ট। ফলে আশপাশের পরিবেশ দূষিত হয়ে বাড়ছে জনদূর্ভোগ।
সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদের রাস্তা হয়ে ভূমি অফিস সংলগ্ন ও পৌর কার্যালয়ের সামনে সিমেন্ট ব্যবসায়ীরা বেআইনী ভাবে অফিস চলাকালীন সময়ে সিমেন্ট লোড আনলোড করছে। এ সময় পথচারীরা নাকে মুখে চাপ দিয়ে রাস্তা পাড় হতে হয়। অনেকেই উড়ন্ত সিমেন্টের তাড়া খেয়ে হাঁচি-কাশিতে ভুগছে। এদিকে দিনের বেলায় সিমেন্ট লোড আনলোড করায় পুরো রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
বাজার করতে আসা পথচারী আবুল কাসেম জানান, রাস্তা ঘাটে বেপরোয়া ভাবে সিমেন্ট উড়তে থাকায় আমার চোখে সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় কলেজ ছাত্র শরিফুল ইসলাম জানান, পৌরসভার প্রধান সড়কের সিমেন্টের গুদাম অন্যত্র সরানোর জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
হোসেনপুর পৌরসভার সংশ্লিষ্ট ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. রবি হোসেন জানান, প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেয়া হবে।জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: আদনান আখতার বলেন, খোলা সিমেন্ট স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।