খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ হাজার ৮১ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। রোববার হোসেনপুর পৌরসভা কার্যালয়ে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহসান উল্লাহ টুটুল, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, আসাদুল ইসলাম আসাদসহ সাংবাদিক, পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
ধুলজরী গ্রামের রেজিয়া খাতুন জানান, ঈদুল আযহা উপলক্ষে মান সম্পন্ন ১০ কেজি চাউল পেয়ে আমার সংসারে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।