হোসেনপুর হাজীপুর বাজারে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
কিশোরগঞ্জের হোসেনপুর সোনালী ব্যাংক শাখার অধীনে হাজীপুর বাজারে আউটলেট (এজেন্ট ব্যাংকিং) এর শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়ন পরিষদ মাঠে এ এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।

সোনালী ব্যাংক হোসেনপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কবীর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সিদ্দিকী, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজহারুল ইসলাম রহিদ,সোনালী ব্যাংকের এজেন্ট মেসার্স আদিব টেলিকমের সত্বাধীকারী মো: ইমরান হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর হাতে গড়া সোনালী ব্যাংকের অবদান নিয়ে আলোচনা করেন এবং সবাইকে সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সাথে লেনদেন বজায় রাখতে আহ্বান জানান।

Share.