নিউজ ডেস্কঃ
১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। প্রথমে ঢাকায় ১২ টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শরু করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী আরো বলেন, বুধবার ৫০ লাখ টিকা এসেছে। হাতে দুই কোটি টিকা আছে। একটু সময় নিয়ে সারা দেশেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতি দিন ৪০ হাজার টিকা দেওয়া যাবে। ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের দেওয়া হবে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন ৪০ হাজার শিশুকে টিকা দিতে পারবে বলে জানান মন্ত্রী। নভেম্বরে ফাইজারের আরও ৩৫ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন তিনি।