১৮তম কিশোরগঞ্জ ছড়া উৎসবের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সহযোগিতায় ১৮তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দা’র আয়োজনে শুক্রবার সকালে স্থানীয় দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার কার্যালয় প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল।

সংগঠনের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোঃ সিদ্দিক উল্লাহ, সাবেক সমবায় কর্মকর্তা কবি আবুল এহসান অপু, জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনুর আফজল, সাবেক ব্যাংকার ও জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহজাহান শাজু, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক বাবু দীপক দাস, সমাজ সেবক ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক কায়সার আহমেদ লিংকন, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার সুইটি, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, কবি খুর্শিদ উদ্দিন আহমেদ, আলাল উদ্দিনসহ সংগঠনের কবি, ছড়াকার, সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৮তম কিশোরগঞ্জ ছড়া উৎসবকে আনন্দময়, আকর্ষণীয় করতে সকলকেই সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সদস্যদের প্রাণপণ চেষ্টা না থাকলে, একতা না থাকলে অনুষ্ঠান করা কঠিন হয়ে যায়। তাই সদস্যরা ছাড়াও সমাজের প্রগতিশীল মানুষসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

Share.