আছাদুজ্জামান খন্দকারঃ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৮বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন। ২০জুন সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রতিটি ওয়ার্ডে চলছে প্রস্তুতি সভা। সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতারা তৎপর হয়ে উঠেছেন। সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই পদ প্রত্যাশীরা শীর্ষস্থানীয় নেতাদের আশীর্বাদ পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তৃণমূল ও কাউন্সিলরদের সমর্থন আদায়েরও চেষ্টা চালিয়েছেন। নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে-এমনটাই আশা করছেন দলের বয়োজ্যেষ্ঠ নেতারা।
২০জুন রবিবার বিকেল ৪টার দিকে হোসেন্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সম্মেলন শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
কারা আসছেন-হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে-এ প্রশ্নের জবাব মিলবে সম্মেলনে। সমঝোতা না ভোটে নেতা নির্বাচিত করা হবে-এনিয়েও রয়েছে নানা গুঞ্জন ও আলোচনা। অনেকে আলোচনার মাধ্যমে কমিটির পক্ষে মত দিলেও কেউ কেউ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কমিটি হওয়ার পক্ষে মত দিচ্ছেন। আবার অনেকে সমঝোতার মাধ্যমে নেতৃত্বে আসার জন্য তদবির চালিয়ে যাচ্ছেন।
এর আগে ২০০৩সালে ফজলে রাব্বী কলিন্সকে সভাপতি ও মো.শাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৬৭সদস্য বিশিষ্ট হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। এরপর আর সংগঠনের কোনো সম্মেলন হয়নি। এর মধ্যে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক দায়িত্বশীল পদের লোকজন মারা গেছেন। আবার অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। ফলে বিগত কমিটির বেশিরভাগ নেতাদের কোনো অস্তিত্ব নেই। এর মধ্যে দলে বয়ে গেছে অনেক ঝড়-ঝাঁপটা। একটা সময় দলীয় কোন্দলে বিপর্যস্ত ছিলো দলের অবস্থা। সব প্রতিকূলতা কাটিয়ে আওয়ামীলীগ যেন নতুন করে জেগেছে।
আসন্ন সম্মেলনে সভাপতি পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল কবীর আলমগীর, জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মঈনুল হোসেন সাবের, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন সবুজ ও হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদস্য মো.রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বকুল ও ইউনিয়ন যুবলীগ নেতা বিল্লাল হোসেনের নাম শোনা যাচ্ছে।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হোসেন্দী ইউনিয়নের বাসিন্দা এ্যাডভোকেট মো.হুমায়ুন কবির বলেন, দলের সম্মেলন যাতে সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেজন্য ইতোমধ্যে সকল ওয়ার্ডের কর্মীসভা সম্পন্ন করা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন হবে এবং নতুন নেতৃত্ব আসবে।
উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মো.মোতায়েম হোসেন স্বপন বলেন, নেতাকর্মীদের সক্রিয় রাখতে নিয়মিত সম্মেলনের বিকল্প নেই। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় দলের নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছিল। সম্মেলনকে সামনে রেখে এখন সবাই উজ্জীবিত।