২০২৩ সালে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে

0

স্টাফ রিপোর্টারঃ

আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ২০২৩ সালের নির্বাচনে আবারও শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশকে যারা আবারো ৭৫ বানাতে চাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাড়ায় পাড়ায় পাহারা বসিয়ে স্বাধীনতা বিরোধী রাজাকারদের গোড়া তুলে ফেলতে হবে।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ওমানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, ৪-আসনের সংসদ রেজওয়ান আহমেদ তৌফিক, ১- আসনের সংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক লুৎফর আরেফীন গোলাপসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জিল্লুর রহমান উদ্বোধক ও সাধারণ সম্পাদক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

পরে বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেনকে সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক করা হয়।

Share.