৩৩ ঘন্টা পর মামা হত্যাকারী ভাগ্নে মহসিন গ্রেফতার

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মায়ের পাওনা সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মামাকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ভাগ্নে জাহেদুল ইসলাম মহসিনকে(২২) গ্রেফতার করেছে পুলিশ। হত্যার ৩৩ ঘন্টা পর শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামের ফুফুর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে জাহেদুল ইসলাম মহসিনকে প্রধান আসামি করে মোট দুইজনের নামে নিহতের স্ত্রী রহিমা খাতুন পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার মকসুদ গ্রামের (বড় পুল এলাকা) মোঃ শাহাবুদ্দীনের ছেলে। অপরদিকে নিহত আফজাল হোসেন রায়হান(৩২) উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে। মহসিন ছোটবেলা থেকেই মা, ভাই, বোনদের নিয়ে মামার বাড়িতে থাকতেন ।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ(অঃ দাঃ) নাহিদ হাসান সুমন বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত মহসিনকে গ্রেফতারে পুলিশ তৎপর ছিল। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিশোরগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের সহযোগীতায় কিশোরগঞ্জ উপজেলার কাশোরারচর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তার কথামতো হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার(১৪ই এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে রায়হানকে ছুরিকাঘাতে হত্যা করে ভাগ্নে মহসিন। মামার কাছে মায়ের পাওনা সম্পত্তি নিয়ে রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের বিরোধ তৈরি হয়। গত কয়েকদিন আগেও এ নিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে। নিহত আফজাল হোসেন রায়হান ১০-১১ বছর ধরে ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। আড়াই মাস আগে এনটিসিআর এর মাধ্যমে বদলি হয়ে নিজ এলাকায় পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে যোগদান করেন। সে থেকেই তিনি বাড়িতে বসবাস করছিলেন।

Share.