নিউজ ডেস্কঃ
আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে করোনা সংক্রমণের ঊধ্বগতি ঠেকাতে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এমতাবস্থায় ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে।
আজ বুধবার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সোমবার থেকে সীমিত পর্যায়ে সেবা চালু থাকবে। বিধিনিষেধ চলাকালে প্রতি রবিবার আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ছুটির দিন ও রবিবার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন গ্রাহকের হিসাবের মেয়াদপূর্তীতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি গ্রহণসহ জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা খোলা রাখা যাবে। এই সময় প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।