৫৩ বছরের দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করতে হবেঃ মুফতি মানসুর আহমদ সাকী

0

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, গত ৫৩ বছর যারা ক্ষমতায় এসেছেন, দেশ পরিচালনা করেছেন তাদের প্রত্যেকের নামেরে পাশে দুর্নীতিবাজ লেখা রয়েছে। দুর্নীতিতে এই দেশ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অন্তর্বতী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, সংস্কারের প্রথমে ৫৩ বছরে যে দলগুলো রাষ্ট্রপরিচালনা করেছে তাদের মধ্যে যারা বিদেশে টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। কোন দুর্নীতিবাজ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বিগত আমলে স্বাধীনতা বুকে ধারণ করলেও স্বাধীনতা উপভোগ করা যায়নি। আর এই জন্যই বার বার স্বৈরাচারের চেহারা দেখেছি। নব্য স্বৈরাচার শেখ হাসিনাই শেষ না, দেশের পরতে পরতে স্বৈরাচার রয়েছে। সেই স্বৈরাচার তৈরীর পদ্ধতি রেখে যদি নির্বাচন হয় তাহলে আবারও স্বৈরাচার তৈরী হবে।

মানসুর আহমেদ সাকী বলেছেন, একটি দল বলছে নির্বাচনের আগে না, নির্বাচনের পরে সংস্কার হবে। আমরা বলে দিতে চাই গত ৫৩ বছর আপনারা ক্ষমতায় ছিলেন কি কি সংস্কার করেছেন? আপনারা সংস্কার করতে পারবেন না এইটা প্রমানিত। আপনাদেরকে দিয়ে সংস্কার হবে এইটা মানুষ বিশ্বাস করে না। অতএব আগে সংস্কার পরে নির্বাচন। আপনারা যারা বড় গলায় কথা বলছেন আপনাদেরকে আমাদের চেনা আছে। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি কেউ মনে করেন দিনের ভোট রাতে করতে চান, আমার ভোট আপনি দিয়ে দিবেন। আপনাকে ভোট কেন্দ্রে যাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে সুস্থ্যভাবে বাড়ি ফিরতে পারবেন কিনা। বাংলাদেশের প্রত্যেকটি ভোট কেন্দ্রে ইসলামি যুব আন্দোলন পাহারা বসাবে। এখন সময় এসেছে, কারণ আমরা অনেকের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কেউ করতে পারেনি। এখন ইসলামের শাসন ব্যবস্থা বাকি রয়েছে। ইসলাম প্রতিষ্ঠায় আমরা সকলেই এক হয়ে কাজ করবো।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী) মুফতি শেখ এহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ রুকন উদ্দিন, সেক্রেটারী মাওলানা নোমান আহমাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।

Share.