৭ দফা দাবিতে সরকারী কর্মচারীদের মানববন্ধন স্মারকলিপি পেশ

0

স্টফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ৭ দফা দাবিতে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পরিসংখ্যান ব্যুরো, সমাজসেব অধিদপ্তর, শিক্ষা অফিস, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল বিভাগসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মচারীরা আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করেন।

এসময় বক্তৃতা করেন শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম মানিক, সাইফুল ইসলাম, এনামুল হক, তারিকুল হাবিব, ফজলুল বাকী প্রমুখ। এরপর জেলা প্রশাসক ফৌজিয়া খানের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

দাবিগুলির মধ্যে রয়েছে, পে-স্কেল গঠন করে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত গত জানুয়ারি থেকে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য ৫০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান। ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, সচিবালায়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবী পরবির্তনসহ অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন ইত্যাদি।

Share.