স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিজে আর আই উদ্ভাবিত কেনাফ পাটের উচ্চ ফলনশীল জাত সমূহের বীজ উৎপাদন প্রযুক্তি শীর্ষক মতবিনিময় সভা এবং দেশে প্রথমবারের মতো কেনাফ বীজ উৎপাদন সমিতির উদ্ভোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার কিরাটন এলাকায় কিশোরগঞ্জ পাট গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানের উদ্ভোধন করেন বিজে আর আই-এর মহাপরিচালক ড. মোঃ আবদুল আউয়াল।
বক্তারা বলেন, কেনাফ জাতের বীজ উৎপাদন করে দেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে দেশে প্রথমবারের মতো বীজ উৎপাদন সমিতি করা হয়েছে। যার মাধ্যমে কৃষকরা নিজেই বীজ উৎপাদন করে কেনাফের চাষ বৃদ্ধি করার পাশাপাশি বীজ বিক্রয়ের মাধ্যমে আর্থিক ভাবে লাভবান হবেন। এর মাধ্যমে কেনাফ বীজ উৎপাদনে দেশে বিপ্লব ঘটবে। পরে কেনাফ জাতের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় কিশোরগঞ্জ বিএআর আই সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।