মুমিনুল হককে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে আট দলের এই টুর্নামেন্টে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ—বাংলাদেশ,ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। বয়সভিত্তিক দল হলেও স্কোয়াডে জাতীয় দলের চার খেলোয়াড়কে রাখতে পারবে তারা।

মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবুল হাসান, আবু হায়দার, আজমীর আহমেদ, রাহাতুল ফেরদৌস, আফিফ হোসেন, সালমান হোসেন, নাসুম আহমেদ।অপেক্ষমাণ রাখা হয়েছে : জাকির হোসেন, শফিউল ইসলাম, তানভীর হায়দার, ইয়াসিন আরাফাতকে।দলের ম্যানেজার হিসেবে থাকছেন হাবিবুল বাশার আর প্রধান কোচ মিজানুর রহমান।

২৭ মার্চ হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। একই মাঠে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে পরের দিন। ৩০ মার্চ পাকিস্তানের বিপক্ষে খেলবেন মুমিনুলরা।২৫ মার্চ কক্সবাজারে শুরু হচ্ছে ইমার্জিং টিমস এশিয়া কাপ।

Share.

About Author