স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পশ্চিম জাওয়ার বিরিপাড়া গ্রামের আশিদ মিয়াকে হত্যার দায়ে একজনের ফাঁসি এবং দুইজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। ফাঁসির দন্ড-প্রাপ্ত আসামি হলো পশ্চিম জাওয়ার(শান্তিপুর) গ্রামের আবদুল্লা এবং যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি হলো- পূর্ব জাওয়ার গ্রামের আব্দুল ওয়াহাব ও পশ্চিম জাওয়ার(শান্তিপুর) গ্রামের মারফত মিয়া। প্রত্যেক সাজাপ্রাপ্ত আসামিকেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিল। সাক্ষ্য-প্রমাণের অভাবে অভিযুক্ত অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ অক্টোবর সকালে বাড়ির পাশে সরকারি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে আবদুল্লার ছেলের সঙ্গে ভিকটিম আশিদ মিয়ার ছেলের কথা কাটাকাটি হয়। এসময় আবদুল্লাহ এসে আশিদ মিয়ার ছেলেকে গালিগালাজ করতে থাকে। খবর পেয়ে আশিদ মিয়া এসে গালিগালাজ করতে নিষেধ করলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। দুপুর পৌণে একটার দিকে খাগটিয়া বটগাছ তলায় আশিদ মিয়াকে একাকী পেয়ে আসামিরা বাঁশের লাঠি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। লাঠির আঘাতে আশিদ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে আবদুল্লাহ তার গলা চিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের ভাই আনিছ মিয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সকলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি আবু সাঈদ ইমাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোটে দেলোয়ার মমতাজ তানিয়া।