কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল; পুলিশের লাঠিচার্জে আহত দুই

0

স্টাফ রিপোর্টারঃ

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ ছাত্রদল নেতাকর্মীরা।

এ সময় পুলিশ মিছিলে বাধা দেয় ও সমাবেশে লাঠিচার্জ করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া এবং সিনিয়র সহ-সভাপতি সায়েদ সুমন আহত হয়েছেন।

আজ সোমবার (১ মার্চ) দুপুরের দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকা থেকে ছাত্রদল জেলা শাখার বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা এলাকায় পৌঁছার পর পুলিশ থামিয়ে দেওয়ার চেষ্টা করে। বাধা অতিক্রম করে কিছুটা এগিয়ে গিয়ে মিছিলটি শেষ করে নেতাকর্মীরা।

পরে ইসলামিয়া মার্কেট চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সিনিয়র সহ-সভাপতি রেদওয়ান আহমেদ ওয়াকিউর ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।

এ সময় সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আহত হয় জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া এবং সিনিয়র সহ-সভাপতি সায়েদ সুমন। আহতদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে প্রথমে পুলিশ বাধা দেয় পরে সমাবেশের শেষপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে আমাদের জেলা সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি আহত হয়েছে। পুলিশের এ হামলার নিন্দা জানান তিনি।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘অনুমতি না নিয়ে মিছিল করায় পুলিশ বাধা দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

Share.