স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নূরু মিয়া (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার ৪দিন পর নিহত নূরু মিয়ার মেয়ে সামছুন্নাহার বাদী হয়ে ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে হত্যা মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী পৌরসভার কামারকোণা এলাকায় মৃত বেলায়েত হোসেনের ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নূরু মিয়া সম্প্রতি নিজের জমিতে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। একই এলাকায় বসবাসরত তার ভাগ্নি নূরুন্নাহার ওয়ারিশ হিসেবে দুই শতাংশ জমি দাবি করেন। এ নিয়ে কয়েকবার শালিস দরবার হলেও বিষয়টি সমাধান হয়নি।
এদিকে গত রোববার (১৫ আগস্ট) দুপুরে কটিয়াদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেলের নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল নূরুন্নাহারের পক্ষ হয়ে বিজিবি সদস্য নূরু মিয়ার নির্মাণ কাজে বাধা প্রদান করেন বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নূরু মিয়ার ওপর হামলা করা হয় বলে নূরু মিয়ার মেয়ে সামছুন্নাহার ও ফাহমিদা অভিযোগ করেন। গুরুতর আহত নূরু মিয়াকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নূরু মিয়ার পরিবারের পক্ষ থেকে কটিয়াদী মডেল থানায় অভিযোগ করা হয়। ঘটনার ৪দিন পর নূরু মিয়ার মেয়ে সামছুন্নাহার বাদী হয়ে ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) নিহত নূরু মিয়ার মেয়ে সামছুন্নাহার বাদী হয়ে ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।