পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালকের মৃত্যু

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও বাইসাইকেলের সংঘর্ষে মাঈন উদ্দিন মানিক (৫০) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাকুন্দিয়া-পুলেরঘাট পাকাসড়কের জামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাঈন উদ্দিন মানিক উপজেলার নারান্দী ইউনিয়নের গাংকুলপাড়া গ্রামের প্রয়াত আবদুল হাই এর ছেলে। এসময় আবদুল মালেক (৫০)নামে এক পথচারী আহত হয়েছেন। তিনি নারান্দী মধ্যপাড়া গ্রামের প্রয়াত উবায়ুদল্লার ছেলে। সিএনজি চালক হাদিস মিয়াকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পাশর্^বর্তী করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে। তাঁর পিতার নাম আবদুস ছাত্তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মাঈন উদ্দিন বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে পাশর্^বর্তী পোড়াবাড়িয়া গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে মাঈন উদ্দিন আবদুল মালেক নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে সাইকেল হাতে পাকুন্দিয়া-পুলেরঘাট পাকা সড়কটি হেঁটে পার হচ্ছিলেন। এসময় পুলেরঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে মাঈন উদ্দিন ও আবদুল মালেক গুরুতর আহত হন। এসময় বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত মাঈন উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে মাঈন উদ্দিন মারা যান। ঘটনার সময় স্থানীয় লোকজন চালকসহ ঘাতক সিএনজিটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা সিএনজিসহ চালককে পুলিশের হাতে সোপর্দ করেন।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মজিুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক সিএনজিটিকে জব্দ ও চালক হাদিস মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share.